ভারতীয় প্রতিরক্ষা খাতে বিশেষ চমক

বিশিষ্ট ব্যক্তিদের সাথে একত্রিত হন বাহিনীর সিনিয়রেরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GvfxNlkWUAAshmO

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতিরক্ষা, শিক্ষা ও শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য ত্রিপক্ষীয় বাহিনীর সিনিয়রেরা এদিন যোগ দেন বিশেষ অনুষ্ঠানে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে একত্রিত হন বাহিনীর সিনিয়রেরা। যার মধ্যে ছিলেন সিআইএসসি, হেডকোয়ার্টার্স আইডিএস-এর ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।

GvfxK_3XQAA_CNp