নিজস্ব সংবাদদাতা : চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছে ভারতীয় ক্রিকেট টিম, তাই এবার ভারতীয় ক্রিকেট টিমের সকল সদস্যদের জন্য বিশাল অঙ্কের পুরস্কারের কথা ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।
/anm-bengali/media/media_files/uCblMRQUN4fS3CXqmqjW.jpg)
এই বিষয়ে BCCI-এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হওয়ার জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে ৩ কোটি টাকা করে দেওয়া হবে। প্রধান কোচ পাবেন ৩ কোটি টাকা, এবং সহকারী কোচ ও সাপোর্টিং স্টাফদের ৫০ লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।"