পারাদীপে হয়ে গেল ভারতীয় কোস্ট গার্ডের উদ্ধার কর্মশালা ও সমুদ্র মহড়া

দু’ধরনের SAR পরিস্থিতিতেই এই মহড়া বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-15 at 18.06.51

File Picture

নিজস্ব সংবাদদাতা: পারাদীপে অনুষ্ঠিত হল ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সামুদ্রিক ও উড়ান অনুসন্ধান এবং উদ্ধার (SAR) কর্মশালা। এছাড়াও ছিল সমুদ্র মহড়া। ১৪ ও ১৫ নভেম্বর কোস্ট গার্ড রিজিওনাল হেডকোয়ার্টার্স (নর্থ-ইস্ট)-এর উদ্যোগে এবং কোস্ট গার্ড (ওড়িশা)-র কমান্ডারের সমন্বয়ে এই দুই দিনের কর্মসূচি সম্পন্ন হয়।

WhatsApp Image 2025-11-15 at 18.06.54 (1)

এই কর্মসূচিতে ওড়িশার বিভিন্ন জরুরি পরিষেবা ও সামুদ্রিক সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছিল। উপস্থিত ছিলেন OSDMA, জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ভারতীয় নৌসেনা, মেরিন পুলিশ, ওড়িশা পুলিশ, CISF, মৎস্য দফতর, বন দফতর এবং জেলা মেডিক্যাল দফতরের প্রতিনিধিরা।

WhatsApp Image 2025-11-15 at 18.06.54

জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার পরিষেবামূলক বিষয়ে ভারতীয় কোস্ট গার্ড কর্মশালায় অংশগ্রহণকারীদের SAR প্রোটোকল, প্রতিক্রিয়া পদ্ধতি, কার্যপদ্ধতি, SOP যাচাই এবং বাস্তবসম্মত সমন্বয় কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় টেবল-টপ এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন উদ্ধার পরিস্থিতি তৈরি করে বহু সংস্থাকে একযোগে সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিক্রিয়ার অনুশীলনও করানো হয়।

WhatsApp Image 2025-11-15 at 18.06.52

পারাদীপ উপকূলে অনুষ্ঠিত সমুদ্র মহড়ায় কোস্ট গার্ড ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সম্পদ ব্যবহার করে বাস্তবসম্মত গণ-উদ্ধার অভিযান, মেডিক্যাল ট্রায়াজ এবং উন্নত উদ্ধার কৌশল প্রদর্শন করা হয়। সমুদ্র ও আকাশ — দু’ধরনের SAR পরিস্থিতিতেই এই মহড়া বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Image 2025-11-15 at 18.06.53