সন্ধে ৬টা থেকে ৮টা...ব্যাপক সাইক্লোন ধেয়ে আসছে

বৃহস্পতিবার সন্ধে নাগাদ গুজরাট উপকূলে হবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল, এমনই জানিয়েছে আইএমডি। এদিন সন্ধে থেকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া চালু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।

author-image
SWETA MITRA
New Update
coast guard.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) নিয়ে এবার মন্তব্য করলেন ভারতীয় কোস্ট গার্ডের উত্তর-পশ্চিম অঞ্চলের কমান্ডার ইন্সপেক্টর জেনারেল এ কে হারবোলা। তিনি আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'আমরা আশা করছি আজ সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রায় ১৫টি জাহাজ ও ৭টি বিমান প্রস্তুত রেখেছি। আমরা কেন্দ্র শাসিত রাজ্য দমনের কোস্ট গার্ড স্টেশনে ৪টি বিশেষ ডর্নিয়ার এবং ৩টি হেলিকপ্টার ও রেখেছি। প্রয়োজনে আমরা তাদের মোতায়েন করব।'