BREAKING: অপারেশন সিঁদুরের সময় সৈন্যদের জন্য পৌঁছে দিয়েছিল খাবার ! ১০ বছরের শভনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিল ভারতীয় সেনা

দেখুন এক বাস্তবের নায়কের গল্প।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুরের সময় পাঞ্জাবের তরাওয়ালি গ্রামে, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সৈন্যদের জন্য ছোটখাটো খাবার ও জল পৌঁছে দেওয়ার জন্য এবার  ১০ বছরের শভন সিংহের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিল ভারতীয় সেনা। পাঞ্জাবের ফিরোজপুর জেলার, মামডট এলাকার এই ছোট্ট ছেলেটি সৈন্যদের জন্য রোজ জল, বরফ, চা, দুধ ও লস্যি নিয়ে যেত, যখন ভারতীয় সেনারা পাকিস্তানি সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ব্যস্ত ছিলেন। তাঁর এই সাহসিকতার স্বীকৃতিতে ভারতীয় সেনার গোল্ডেন অ্যারো ডিভিশন, শভনের সম্পূর্ণ শিক্ষা সম্পূর্ণরূপে স্পনসর করার কথা ঘোষণা করেছে।

operation sindoor

শনিবার ফিরোজপুর ক্যান্টনমেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার, কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার শভনকে সংবর্ধনা জানান। সেনা জানিয়েছে,''শভনের মতো ‘নীরব নায়ক’-দের গল্প গোটা দেশের জন্য অনুপ্রেরণা।'' এই প্রসঙ্গে শভন জানিয়েছে, “আমি বড় হয়ে ফৌজি হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।” তাঁর বাবা বলেন,“আমরা গর্বিত ওর উপর। সৈন্যরাও ওকে খুব ভালোবেসেছিল।”

উল্লেখ্য, চতুর্থ শ্রেণির ছাত্র শভন নিজে থেকেই এই কাজ করেছিল। তাকে কেউ এই কাজ করতে বলেনি।