‘সব ধ্বংস করেছি’— সীমান্তে শত্রুপোস্ট নিয়ে সেনার হুঁশিয়ারি ভিডিও

অপারেশন সিঁদুর থেকে প্রকাশ পেল সেনার নতুন ভিডিও। জওয়ান জানালেন—যে শত্রুপোস্ট সংঘর্ষবিরতি ভেঙেছে, একটাও ছাড়া হয়নি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতির শর্ত ভাঙলে তার কড়া জবাব মিলবে—এবার সেই সতর্কবার্তা দিল ভারতীয় সেনা। "অপারেশন সিঁদুর" থেকে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী, যেখানে এক জওয়ান স্পষ্টভাবে বলেন, "যে শত্রুপোস্ট সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে, আমরাও তাদের একটাও পোস্ট ছাড়িনি। সবকটাকে ধ্বংস করে দিয়েছি।"

publive-image

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাক বাহিনীর তরফে একাধিকবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, সেনার ভিডিও বার্তা কড়া অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কূটনৈতিক মহল।