/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের, কঞ্জাল মন্ডু এলাকায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ যৌথ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আর এই অভিযানের সময় সেখানে উপস্থিত জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি সংঘর্ষ শুরু হওয়ার খবরও পাওয়া গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে,''সমগ্র এলাকা জুড়ে এই অভিযান এখনও চলছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং কোনও জঙ্গি যাতে পালাতে না পারে তা নিশ্চিত করা হয়েছে।'' ঘটনাস্থলে সেনা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা একেবারে সতর্ক অবস্থায় উপস্থিত আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
16 Corps, Indian Army tweets, "Based on specific intelligence, a joint search operation was underway in Kanzal Mandu, Kishtwar. Contact has been established with the terrorists and operations are in progress." pic.twitter.com/TbYzHis8vn
— ANI (@ANI) July 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us