Train Accident: মৃত্যুমিছিল অব্যাহত! কী পরিস্থিতি? জানালো সেনা

সন্ধ্যা ঠিক ৭:০৮টা মিনিট। প্রবল ধাক্কায় চমকে উঠলেন মানুষ। গতকাল শুক্রবার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল (Coromandel express) এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা মারে সামনে থেকে আসা মালগাড়িকে।

author-image
SWETA MITRA
New Update
indian army.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সন্ধ্যা ঠিক ৭:০৮টা মিনিট। প্রবল ধাক্কায় চমকে উঠলেন মানুষ। গতকাল শুক্রবার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল (Coromandel express) এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা মারে সামনে থেকে আসা মালগাড়িকে। এরপরেই মুহূর্তের মধ্যে মৃত্যুপুরী হয়ে ওঠে ওড়িশার বালাসোর। দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের একাধিক বগি। ঘটনার ভয়াবহতা দেখে গোটা দেশ কেঁপে উঠেছে। রেল আধিকারিক থেকে শুরু করে বহু উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে। এদিকে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও (Indian Army)। আজ শনিবার ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ‘আহত যাত্রীদের উদ্ধার চিকিৎসায় সহায়তার জন্য ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। ইস্টার্ন কমান্ড থেকে অ্যাম্বুলেন্স সাপোর্ট সার্ভিসসহ সেনাবাহিনীর মেডিকেল ইঞ্জিনিয়ারিং টিম মোতায়েন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর জন্য একাধিক ঘাঁটি থেকে দলগুলিকে পাঠানো হয়েছে।‘