সীমান্তে শুধু যুদ্ধ নয়, মানুষকেও বাঁচাচ্ছে ভারতীয় সেনা- ভিডিও

পাকিস্তানি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে আয়োজিত হলো বিনামূল্যে চিকিৎসা শিবির। সেনার এই মানবিক পদক্ষেপে স্বস্তিতে সীমান্তবাসী।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাক সংঘর্ষের জেরে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী উরি সেক্টরে ভয়াবহ গোলাবর্ষণের শিকার হয়েছেন বহু সাধারণ মানুষ। তাঁদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল ভারতীয় সেনা।

Army

সীমান্তবর্তী এলাকায় আয়োজিত হলো একটি বিনামূল্যে চিকিৎসা শিবির। পাকিস্তানি শেলিংয়ে আহত ও আতঙ্কিত সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়।

চিকিৎসা পরিষেবার পাশাপাশি সেনাবাহিনীর এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও সাহস পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা। এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল, শুধু সীমান্তে নয়—সাধারণ মানুষের পাশে থেকেও লড়াই করে ভারতীয় সেনা।