যুদ্ধের ময়দানে বিপ্লব! সেনা প্রধান দেখলেন দেশের তৈরি স্মার্ট অস্ত্র

বাবিনায় সেনাবাহিনীর আধুনিক ড্রোন, লইটার মিউনিশন ও কাউন্টার-ইউএএস প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। দেশীয় প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বাড়াবে কার্যক্ষমতা ও সুরক্ষা।

author-image
Debapriya Sarkar
New Update
Lt. General Upendra Dwivedi.jpg

নিজস্ব সংবাদদাতা : ২৭ মে ২০২৫, বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইউএএস (Unmanned Aerial Systems), কাউন্টার-ইউএএস এবং লইটারিং মিউনিশনের বাস্তব ব্যবহার ও কার্যকারিতা প্রত্যক্ষ করেন।

Upendra

এই আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু অপারেশনাল দক্ষতাই নয়, বাহিনীর সুরক্ষা ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদ ক্ষমতাও অনেক উন্নত হবে।

বিভিন্ন ভূখণ্ডে এই প্রযুক্তি ব্যবহার সেনাদের জন্য হবে এক গুরুত্বপূর্ণ সম্পদ, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে এনে দেবে এক নতুন দিশা। সূত্র অনুযায়ী, এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর সামরিক শক্তির দিকেও বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।