BREAKING: সন্ত্রাসবাদীদের সাথে সম্মুখসমরে ভারতীয় সেনা ! জম্মু-কাশ্মীরে শুরু হল অপারেশন বিহালি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলার, বাসন্তগড়ের বিহালি এলাকায়, ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের এক তীব্র গুলির লড়াই শুরু হয়েছে। মূলত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই  ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের এই যৌথ অভিযানটি পরিচালিত হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বিহালি। এই বিষয়ে হোয়াইট নাইট কোর্পস (Indian Army) জানিয়েছে, "অপারেশন বিহালি"-র অধীনে সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি সংঘর্ষ শুরু হয়েছে এবং এই অভিযান বর্তমানে চলছে। এই অভিযানের একটি অংশ হিসেবে সমগ্র অঞ্চলটি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কতজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বা এই অভিযানকে কেন্দ্র করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Indian army