/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার মাঝেই এবার কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। আজ এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য দেন ১৬১ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ময়ঙ্ক শুক্লা। তিনি বলেন,''গত রাতে কাশ্মীরের উরি সেক্টরে একটি বড়মাপের অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই এলাকায়, আগে থেকেই নজরদারি বাড়ানো হয়েছিল। ২২-২৩ এপ্রিল রাত ১টায় এই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি শনাক্ত হয়। এরপর রাত ৩টের সময় তারা এলওসি(LOC) পার করলে ভারতীয় সেনা দুই সন্ত্রাসবাদিকে হত্যা করে।''
/anm-bengali/media/media_files/2025/04/23/XEoFlf8HPZT0ZENoYPr9.webp)
এরপর তিনি আরও জানান,''সন্ত্রাসবাদীদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল, ১টি চাইনিজ পিস্তল, ম্যাগাজিন, বিপুল পরিমান গুলি এবং একটি ১০ কেজি ওজনের আইইডি উদ্ধার করা হয়েছে।''
#WATCH | Baramulla, J&K | Brigadier Mayank Shukla, Commander of 161 Infantry Brigade, says, "Last night we carried out a counter-infiltration operation. For the last few days, our security forces were continuously getting information about the movement of Pakistani terrorists in… pic.twitter.com/dCnU2tCj5n
— ANI (@ANI) April 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us