New Update
নিজস্ব সংবাদদাতা : মে মাসের শুরুতে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অন্তত ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, আজ এমনই দাবি করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং। তিনি বলেন,''রুশ নির্মিত S-400 অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসব বিমান ধ্বংস করা হয়। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত F-16 যুদ্ধবিমান রাখার একটি হ্যাঙ্গার এবং করাচির কাছে, শত্রুর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করার ক্ষমতাসম্পন্ন একটি নজরদারি বিমানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।'' সিং বলেন, “এটি ইতিহাসের সর্ববৃহৎ সারফেস-টু-এয়ার কিলিং, যা এখন আমরা প্রকাশ্যেই বলতে পারি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/11/mWtT0vuJia2tWW5DsJQ1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us