New Update
/anm-bengali/media/media_files/2025/05/10/Wocp1sJiAdHw9niQOPeE.jpg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুরের সাফল্যর পর বিশ্বজুড়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরী নানান অস্ত্রের বিপুল চাহিদা ক্রমেই বেড়েই চলেছে। আর এবার ইসরায়েলের একটি বিখ্যাত প্রযুক্তিভিত্তিক সংস্থার কাছ থেকে প্রায় ১৭.৫২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ₹১৫০.৬২ কোটি টাকা) রপ্তানি অর্ডার পেল ভারত। এই অর্ডার অনুযায়ী প্রায় ৩০০ কিমি পাল্লার,এক বিশেষ ধরণের ইউনিভার্সাল রকেট লঞ্চার তৈরির দায়িত্ব পেয়েছে ভারত। এই রকেট লঞ্চার প্রথমবারের মতো ভারতে তৈরি হয়ে আন্তর্জাতিক বাজারে যাবে।
/anm-bengali/media/media_files/2025/05/08/TVtwOkPzAcmt56C6XG16.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us