ভারত এবার অপেক্ষা করছে শুভাংশু শুক্লার জন্য, আবেগপ্রবণ যোগীর বার্তা

'তোমার এই সাফল্য বিজ্ঞানের প্রতি সাহস, নিষ্ঠা এবং অঙ্গীকারের প্রতীক'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশের ছেলে শুভাংশু শুক্লা পৃথিবীতে ফিরতেই যেন উৎসবে ভাসছে দেশ। শুভেচ্ছা বন্যা আসছে বিভিন্ন দিক থেকে। এবার শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন যোগী বলেন, “পৃথিবীতে স্বাগত! ঐতিহাসিক Axiom Mission 4 সফলভাবে সম্পন্ন করে পৃথিবীতে ফিরে আসার জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং তার দলকে আন্তরিক অভিনন্দন! তোমার এই সাফল্য বিজ্ঞানের প্রতি সাহস, নিষ্ঠা এবং অঙ্গীকারের এক গর্বিত প্রতীক। আজ প্রতিটি ভারতীয়, বিশেষ করে উত্তরপ্রদেশের মানুষ গর্বিত। ভারত তোমাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে”।

yogi