New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: খুবই টানটান উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। আজ তৃতীয় টেস্ট ম্যাচের শেষ দিনে, জেতার জন্য ভারতের দরকার মাত্র ৩০ রান। অপরদিকে মাত্র একটি উইকেট তুলে নিতে পারলেই ম্যাচ পকেটে পুড়ে নিতে পারবে ইংল্যান্ড। এইমুহূর্তে ৫৮ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও তার সঙ্গে আছেন মহম্মদ সিরাজ। ম্যাচ শেষ হতে বাকি এখনও ৩৫ ওভার। পারবে কি টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিতে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে লিড নিতে ? জানা যাবে আর কিছুক্ষন পরেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/uCblMRQUN4fS3CXqmqjW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us