/anm-bengali/media/media_files/2024/11/06/zfhYCUIRSLE594TWAWWb.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকালই মার্কিন মসনদ দখল করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জয়ের পরই ট্যুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধু ট্রাম্পের এতো বড় সাফল্যে উচ্ছ্বাসিত মোদি।
/anm-bengali/media/media_files/2024/11/06/8J6F4jR42pf8xPq6f6DI.webp)
আর এবার সেই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এদিন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গতকালের কথোপকথনের মূল বিষয়, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা। তিনি বিশ্ব শান্তির জন্য তার সাথে কাজ করতে চান, তিনি যে নেতার কথা উল্লেখ করেছিলেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতের বৈশ্বিক ভাবমূর্তি। একদিকে, সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী মোদিকে ভালবাসে এবং তার শক্তি এবং ভারতের শক্তিকে সম্মান করে। অন্যদিকে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এমন নেতা-নেত্রী যারা কখনও ভারতীয়দের পাশে দাঁড়ান না। আজকের দিনটি ভারতের জন্য খুব ভাল দিন, কেননা দুই শক্তিশালী নেতার মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক আরও দ্রুত বাড়তে চলেছে”।
#WATCH | Delhi | BJP Spokesperson Pradeep Bhandari says, "The main point of the conversation between PM Narendra Modi and US President-elect Donald Trump yesterday, which was reported by the media, is that he believes that PM Modi is one of the most popular leaders in the world.… pic.twitter.com/wdDz3EUJA4
— ANI (@ANI) November 7, 2024
/anm-bengali/media/media_files/2024/10/29/Q5skFSufvEED3vYEw7ac.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us