রাশিয়া-ভারত সম্পর্ক জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারত ! দেখে নিন বড় খবর

কি পদক্ষেপ নিতে চলেছে ভারত ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারত ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে, এবার সংস্কৃতি মন্ত্রক রাশিয়ার কাল্মিকিয়ায় ভগবান বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষের একটি প্রদর্শনী আয়োজন করতে চলেছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) জানিয়েছে যে, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এই ধ্বংসাবশেষ বহনকারী ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

keshav pkl.jpg

আগামী ২৩শে সেপ্টেম্বর, কেশব প্রসাদ মৌর্য এই প্রতিনিধিদল নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ২৪শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ভগবান বুদ্ধের পবিত্র পিপরাহওয়া (কপিলবস্তু) ধ্বংসাবশেষগুলি প্রদর্শিত হবে।

এই প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কাল্মিকিয়া ইউরোপের একমাত্র অঞ্চল যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। এই প্রদর্শনীটি শুধু আধ্যাত্মিক সংযোগ স্থাপন করবে না, বরং উভয় দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়াও বাড়াতে সাহায্য করবে। ভারতের এই উদ্যোগটি বৈশ্বিক শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে।