বিশ্বের দরবারে ফের উজ্জ্বলিত দেশ! বিশ্ব ঐতিহ্য কমিটিকে ধন্যবাদ ভারতের

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় হোয়সালা মন্দিরের অন্তর্ভুক্তির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে হোয়সালাদের পবিত্র তালিকা অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা বলেছেন, "বিশ্ব ঐতিহ্যের তালিকায় হোয়সালাদের পবিত্র এনসেম্বল অন্তর্ভুক্ত হওয়ায় ভারত আনন্দিত। এজেন্ডা 45COM.8B.29 এর অধীনে এই মনোনয়নের অসামান্য সার্বজনীন মূল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি আমার দেশের পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য কমিটিকে ধন্যবাদ জানাই। ভারতের এই স্মৃতিসৌধগুলোতে কবিতা পাথরে খোদাই করা রয়েছে।"