New Update
/anm-bengali/media/media_files/i9nLy2RdcqYDmEGvmLrz.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও হামলার পরেই ইন্দাস জলচুক্তি বাতিল করেছিল ভারত সরকার। আর এবার সেই প্রেক্ষিতেই পাকিস্তানের সঙ্গে চেনাব নদীর জলবণ্টন সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভারত সরকার। সূত্র মতে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে গভীরভাবে ক্ষতবিক্ষত হতে পারে পাকিস্তানের অর্থনীতি। আসলে এই চেনাব নদীর ৭০ শতাংশ জল লাভ করতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
/anm-bengali/media/media_files/xuLkIVVRqSpgI9CGNFsL.webp)
কিন্তু ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জলের জন্য তীব্র হাহাকার নেমে আসতে পারে। দারুন ক্ষয়ক্ষতির শিকার হবে পাঞ্জাবের কৃষিকাজ যার গভীর প্রভাব পড়বে পাকিস্তানের অর্থনীতির ওপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us