BREAKING: সফল হল কোয়ান্টাম সিকিউর কমিউনিকেশনের পরীক্ষা ! প্রতিরক্ষা গবেষণায় ঐতিহাসিক সাফল্য ভারতের

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কোয়ান্টাম সাইবার সিকিউরিটি ও ভবিষ্যতের কোয়ান্টাম ইন্টারনেটের ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য অর্জন করলো ভারত। DRDO এবং IIT দিল্লি যৌথভাবে প্রায় ১ কিলোমিটারেরও বেশি দূরত্ব অবধি, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বেসড ফ্রি স্পেস কোয়ান্টাম সিকিউর কমিউনিকেশন প্রযুক্তির পরীক্ষা, সফলতার সাথে উত্তীর্ণ করতে পারলো ভারত। এই প্রযুক্তি ভবিষ্যতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধ কৌশল ও নেটওয়ার্কিং-এ এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কৃতিত্বকে “ফিউচার ওয়ারফেয়ার-এর ক্ষেত্রে এক গেম চেঞ্জার” বলে উল্লেখ করেছেন। এই প্রযুক্তি প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতাকে, আরও অনেকটাই শক্তিশালী করে তুলবে।

rajnath singhj1.jpg