New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ অত্যন্ত সফলভাবে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করলো ভারত। আজ একটি রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। এই সফল পরীক্ষাটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন,''এই নতুন প্রজন্মের অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রটি ২,০০০ কিলোমিটার পর্যন্ত যেকোনও লক্ষ্যবস্তুতে অত্যন্ত সঠিকভাবে আঘাত হানতে সক্ষম।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fgmqcrhybGGjVjbNwgTC.jpg)
উল্লেখ্য,এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্রের উন্নত দিকনির্দেশনা ও লক্ষ্যভেদের ক্ষমতাও রয়েছে। এছাড়াও রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম ব্যবহার করার ফলে এর মোতায়েন এবং ব্যবহারের ক্ষেত্রেও কৌশলগত সুবিধা বৃদ্ধি পাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us