/anm-bengali/media/media_files/Nz1samq8tziMhk6MpHet.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃঅজিদের কাছে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। বিশ্বকাপ হারের ক্ষত ভারতের এখনও টাটকা। তার মাঝেই ফের নয়া সিরিজ। আর তিনদিন পর এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবার অবশ্য ফর্ম্যাট আলাদা। টেস্ট-ওডিআই নয়, টি-টোয়েন্টিতে এবার মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ নভেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সূত্রে খবর, এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন না রোহিত শর্মা। বরং বড় দায়িত্ব পাচ্ছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার অর্থাৎ আজ সন্ধ্যায় ভারতীয় দল ঘোষণা হয়েছে।
Australia’s tour of India, 2023 | India’s squad for the T20I series against Australia announced
— ANI (@ANI) November 20, 2023
India’s squad: Suryakumar Yadav (Captain), Ruturaj Gaikwad (vice-captain), Ishan Kishan, Yashasvi Jaiswal, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Axar Patel,… pic.twitter.com/gr1w7fkixY
ভারতীয় দলে রয়েছে- সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান, মুকেশ কুমার।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us