ভয়াবহ ভূমিকম্প…ক্ষতিগ্রস্ত দেশ, পাশে মোদী! পৌঁছাল ভারতের জরুরি ত্রাণ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল।

New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পাঠানো ৯ টন জরুরি ত্রাণ সহায়তা বহনকারী দ্বিতীয় বিমানটি নেপালে অবতরণ করেছে। 'নেবারহুড ফার্স্ট পলিসি'র প্রতি তার নিবেদন অব্যাহত রেখে ভারত দ্বিতীয় ত্রাণ বিমান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই কঠিন সময়ে নেপালের প্রতি ভারতের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সংহতি ও সহযোগিতার নিদর্শন স্বরূপ ভারত নেপালে দ্বিতীয় ত্রাণ বিমান পাঠিয়েছে। এই সময়োপযোগী সহায়তার লক্ষ্য একটি চ্যালেঞ্জিং সময়ে নেপালকে সহায়তা করা।

নেপালে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানটি ভারত সরকারের পক্ষ থেকে ডেপুটি চিফ অব মিশন প্রসন্ন শ্রীবাস্তব নেপালগঞ্জের মেয়র প্রশান্ত বিস্তার উপস্থিতিতে বাঙ্কে শ্রাবণ কুমার পোখরেলের প্রধান জেলা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ সি-১৩০-এর মাধ্যমে ৯ টন ত্রাণ সামগ্রীর চালানটি নেপালগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং এতে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিধি সামগ্রী, তাঁবু, স্লিপিং ব্যাগ এবং কম্বল ছিল।