/anm-bengali/media/media_files/tH4toPFefp7bkoZafz4s.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতের নৌশক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ভারতের ত্রয়ী শক্তিকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী। ফলে প্রতিনিয়তই শক্তিবৃদ্ধি হচ্ছে এই তিন ক্ষেত্রে। আর এবার নৌপরিবহণে জোর দিতে শুরু হচ্ছে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট (GMIS) ২০২৩।
তৃতীয়বর্ষে পদার্পণ করল এই সামিট। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ আরও মসৃণ করতেই এই কর্মসূচী গ্রহণ করা হয়। এদিন জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সবাই জানে যে দেশ কীভাবে এগিয়েছে উন্নয়নের রাস্তায়। আজ থেকে শুরু হতে চলেছে এই তিন দিনের কর্মসূচি। প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করবেন এই সামিটের। দেশ-বিদেশের মেরিটাইম শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেবেন। আগামী দিনে ভারত নেতৃস্থানীয় সামুদ্রিক দেশ হতে চলেছে” বলেই মত কেন্ত্রীয় মন্ত্রীর। অদূর ভবিষ্যতে শত্রুপক্ষ দেশের ওপর হামলা করতে গেলে ভারতই নেতৃত্ব দেবে সেই অভিযানে, এমনই স্বপ্ন দেখেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
#WATCH | Mumbai: On the third edition of Global Maritime India Summit (GMIS) 2023, Union Minister of Ports, Shipping & Waterways and Ayush, Sarbananda Sonowal says, "...Under the leadership of PM Modi everyone knows how the country has moved forward on the road to… pic.twitter.com/1jqAp9EPtV
— ANI (@ANI) October 17, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us