BREAKING: যুদ্ধবিরতির পর আজ হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO)-র সেকেন্ড রাউন্ডের বৈঠক ! থাকবে একাধিক দাবি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা - ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর গত সোমবার দিন ভারত এবং পাকিস্তানের ডিজিএমও (DGMO)-র মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। আর আজকে ফের একবার ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO)-র সেকেন্ড রাউন্ডের আরও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। মূলত এই যুদ্ধবিরতি সময়ের সাথে সাথে ঠিক কিভাবে এগোবে সেই বিষয় নিয়েই আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। সীমান্ত থেকে যুদ্ধের নানান সরঞ্জাম সরিয়ে নেওয়া ও সেনাবাহিনীর সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। 

vikrammisri