New Update
/anm-bengali/media/media_files/2025/05/12/smkgfCuGBcec4yoXWIKQ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিরতির পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসলো ভারত। দুপুর ১২টা থেকে শুরু হয়েছে সেই গুরুত্বপূর্ণ বৈঠক। হটলাইনে কথা বলছেন দুই দেশের ডিজিএমও। ভারতের তরফ থেকে কথা বলছেন ডিজিএমও রাজীব ঘাই। আর পাকিস্তানের তরফ থেকে কথা বলছেন মেজর জেনারেল কাশিফ আবদুল্লা।
এদিন এই বৈঠক শুরু হওয়ার আগে তিন সেন প্রধানকে নিয়ে জরুরি বৈঠক সারেন প্রধানমন্ত্রী। ফলে মনে করা হচ্ছে, আলোচনার বিষয়বস্তু এবং কীভাবে কথার স্ট্র্যাটেজি মেনে চলা হবে সবটাই জানেন প্রধানমন্ত্রী। একই সাথে রয়েছে তাঁর মস্তিষ্ক প্রসূত কিছু কূটনৈতিক শর্তও। কার্যত এই বৈঠকের পরই বোঝা যাবে ভারত-পাকিস্তান সংঘর্ষের ভবিষ্যৎ কি?
/anm-bengali/media/media_files/2025/05/11/V9C7wx4nBOlMnolM3K2O.jpg)
বৈঠকে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে, আর তার ফলাফল কি এই সবটাই ডিজিএমও রাজীব ঘাই দেশবাসীকে জানাবেন দুপুর আড়াইটের সাংবাদিক বৈঠকে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us