ভারত-পাক সংঘর্ষবিরতি জারি ১৮ মে পর্যন্ত, হটলাইনে বৈঠকে সিদ্ধান্ত

১৮ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি জারি থাকবে। হটলাইনে ডিজিএমও পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সীমান্তে স্বস্তির ইঙ্গিত।

author-image
Debapriya Sarkar
New Update
pahalcon

নিজস্ব সংবাদদাতা : লাইন অফ কন্ট্রোলে (LoC) ফের শান্তির বার্তা। সূত্রের খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে হটলাইনে ডিজিএমও (Director General of Military Operations) পর্যায়ের আলোচনার পর আগামী ১৮ মে পর্যন্ত সংঘর্ষবিরতি জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ind-pak

উল্লেখ্য, সীমান্তে গত কয়েকদিনে গুলি-বিনিময়ের ঘটনা না ঘটলেও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। এই অবস্থায় সাময়িকভাবে হলেও সংঘর্ষবিরতি মেনে চলার সিদ্ধান্তে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সীমান্তবর্তী গ্রামগুলিতে আপাতত স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। তবে কূটনৈতিক মহল মনে করছে, এই শান্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে ভবিষ্যতের পারস্পরিক পদক্ষেপের উপর।