ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মাঝেই এলো সুখবর, DRDO-র নতুন গবেষণায় মিললো সাফল্য

আট মাসের রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উচ্চ-চাপ সমুদ্রের জল বিশুদ্ধকরণের জন্য দেশীয় ন্যানোপোরাস বহুস্তরযুক্ত পলিমারিক ঝিল্লি সফলভাবে তৈরি করেছে। ডিআরডিওর কানপুর-ভিত্তিক পরীক্ষাগার ডিফেন্স ম্যাটেরিয়ালস স্টোরস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ডিএমএসআরডিই) লবণাক্ত জলে ক্লোরাইড আয়নের সংস্পর্শে এলে স্থিতিশীলতার গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (আইসিজি) জাহাজগুলিতে বিশুদ্ধকরণ প্ল্যান্টের জন্য প্রযুক্তি তৈরি করেছে। আট মাসের রেকর্ড সময়ের মধ্যে উন্নয়নটি সম্পন্ন হয়েছে বলেই জানা যাচ্ছে ডিআরডিও সূত্রে।

Gq-C9neWoAAAgLB