আরব আমিরশাহী পৌঁছাতেই কাজ শুরু প্রতিনিধিদলের, পাকিস্তান এবার ধুয়ে মুছে সাফ

মন্ত্রী শেখ নাহায়ান মাবারক আল নাহায়ানের সাথে দেখা করেন এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
r6768p[oi

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবুধাবি পৌঁছে গেছেন ভারতের প্রতিনিধিরা। সেখানে গিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর মন্ত্রীর সাথেও দেখা করেছেন তারা। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরশাহীর সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান মাবারক আল নাহায়ানের সাথে দেখা করেন এদিন।

প্রতিনিধিদের দলে রয়েছেন বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ, আইইউএমএল সাংসদ ইটি মোহাম্মদ বশির, বিজেপি সাংসদ অতুল গর্গ, বিজেডি সাংসদ সুস্মিত পাত্র, বিজেপির রাজ্যসভা সাংসদ ও সিনিয়র অ্যাডভোকেট মনন কুমার মিশ্র, বিজেপি নেতা এসএস আহলুওয়ালিয়া এবং রাষ্ট্রদূত সুজন চিনয়।