BIG BREAKING: শুরু হল 'অপারেশন ব্রহ্মা' ! মায়ানমারের সহায়তায় বড় পদক্ষেপ নিল ভারত, দেখুন বড় খবর

মায়ানমারের এই সঙ্কটকালীন পরিস্থিতিতে ভারত সরকারের এই মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

author-image
Debjit Biswas
New Update
Randhir Jaiswalq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমার। আর এবার মায়ানমারের সহায়তা করার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হল 'বন্ধুদেশ' ভারতের পক্ষ থেকে। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল  জানিয়েছেন যে, ''মায়ানমারের বিপর্যস্ত জনগণ ও মায়ানমার সরকারের সহায়তা করার জন্য ভারতের পক্ষ থেকে ‘অপারেশন ব্রহ্মা’ শুরু করা হয়েছে।'' তিনি বলেন, "ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, আর আমরা মায়ানমারের পুনর্গঠনে সাহায্য করতে এগিয়ে এসেছি। তাই এই অভিযানের নামকরণের বিশেষ তাৎপর্য রয়েছে।"  

myanmar earthquake

পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে, এই অভিযানের অধীনে আপাতত ১৫ টন ত্রাণসামগ্রীবাহী একটি বিমান আজ ভোর ৩টের সময় হিন্ডন এয়ারফোর্স বেস থেকে ছাড়া হয়েছে এবং ইয়াঙ্গুনে ভারতীয় রাষ্ট্রদূত তা গ্রহণ করে, ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।