BREAKING: সমুদ্রে নিরাপত্তায় বড় পদক্ষেপ ! শুরু হল কোয়াড শিপ অবজার্ভার মিশন

সমুদ্র নিরাপত্তায় একসাথে মিলিত হল চারটি দেশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত, জাপান, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোস্ট গার্ড ডিপার্টমেন্ট,প্রথমবারের মতো যৌথভাবে ‘QUAD at Sea Ship Observer Mission’ শুরু করেছে। এই মিশন 'Wilmington Declaration'-এর অধীনে পরিচালিত হচ্ছে। এই মিশনে প্রতিটি দেশের পক্ষ থেকে দুইজন করে অফিসার অংশ নিয়েছেন। এরা প্রত্যেকেই বর্তমানে মার্কিন কোস্ট গার্ডের 'USCGC Stratton' জাহাজে অবস্থান করছেন। বর্তমানে এই জাহাজটি গুয়াম-এর দিকে যাত্রা করছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে সমুদ্র নিরাপত্তা, সাগর তদারকি এবং পারস্পরিক সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

us navy