BREAKING: সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ভারত-ইসরায়েল ! প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা করছে দুই দেশ

ফের একসাথে ভারত-ইসরায়েল।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার প্রতিরক্ষা খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথে এগোল ভারত ও ইসরায়েল। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলা এবং ইসরায়েলে ঘটে যাওয়া ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে দুই দেশ। এক যৌথ বিবৃতিতে ভারত ও ইসরায়েল জানিয়েছে,''সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে তারা পরস্পরের পাশে থাকবে এবং তথ্য ও প্রযুক্তি বিনিময় আরও বাড়িয়ে তুলবে।'' তবে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সাইবার সুরক্ষা, ইন্টেলিজেন্স এবং যৌথ সামরিক মহড়ার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকে দুই দেশই আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

israelindia