/anm-bengali/media/media_files/sI1U31R33HHrjivVWiG6.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে বিশ্ব। গোটা বিশ্ব ভারতকে দেখতে ভারতে আসতে চায় এবং ভারতের সারমর্ম বুঝতে চায়। এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির জন্য চমৎকার সুযোগ রয়েছে', দেরাদুন থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলেন, 'বন্দে ভারত এক্সপ্রেস উত্তরাখণ্ডকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে সহায়তা করবে'। দেরাদুন থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী।