ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে বিশ্ব! ঘোষণা মোদীর

বৃহস্পতিবার উত্তরাখণ্ডে দেরাদুন থেকে দিল্লি পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে দেশের গৌরবকে আরও একবার স্মরণ করলেন মোদী।

author-image
Anusmita Bhattacharya
25 May 2023
ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে বিশ্ব! ঘোষণা মোদীর

নিজস্ব সংবাদদাতা: 'ভারতের দিকে আশা নিয়ে তাকিয়ে বিশ্ব। গোটা বিশ্ব ভারতকে দেখতে ভারতে আসতে চায় এবং ভারতের সারমর্ম বুঝতে চায়। এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির জন্য চমৎকার সুযোগ রয়েছে', দেরাদুন থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলেন, 'বন্দে ভারত এক্সপ্রেস উত্তরাখণ্ডকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে সহায়তা করবে'। দেরাদুন থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী।