BREAKING : জম্মুতে মিসাইল আক্রমণের চেষ্টা পাকিস্তানের ! ভারতের এয়ার ডিফেন্সের সামনে টিকতেই পারলো না পাকিস্তান

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা - অপারেশন সিঁদুরের পর আজ ফের একবার জম্মু-কাশ্মীর সীমান্তে আক্রমণ করার চেষ্টা করে পাকিস্তান। এবার জম্মুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে মিসাইল হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আক্রমণ হানার জন্য প্রায় ৮টি মিসাইল লঞ্চ করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে টিকতেই পারলো না পাকিস্তানের একটিও মিসাইল।

S 400

প্রতিটি মিসাইলকেই প্রতিহত করেছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। মূলত জম্মুর সাতওয়ারী, আর্মি এরিয়া, সাম্বা, আখনুর ইত্যাদি জায়গাগুলিকে টার্গেট করে এই মিসাইল হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের এই আক্রমণ।