হাজারও ব্যস্ততাতেও বন্ধু দেশের কথা ভুললো না ভারত

ওষুধ এবং টিকা সহ সহায়তা পাঠিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nepal train

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভারত পাশে দাঁড়ালো নেপালের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন এই প্রসঙ্গে বলেন, “নেপালের অনুরোধে সাড়া দিয়ে ভারত থ্যালাসেমিয়া এবং সিকেল সেল রোগের রোগীদের জন্য ২০ লক্ষ ডলার মূল্যের ওষুধ এবং টিকা সহ সহায়তা পাঠিয়েছে। থ্যালাসেমিয়া রোগীদের টিকাদানের জন্য টিকার প্রথম কিস্তি ১৭,০৩০টি ভায়াল নেপালকে হস্তান্তর করা হয়েছে”।

GpXLBwhWIAAk5ip