New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা - ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই এবার আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপকে বড় অঙ্কের আর্থিক সাহায্য করলো ভারত। দেনায় জর্জরিত দেশ মালদ্বীপকে সম্প্রতি প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করলো ভারত। ভারতের এই সাহায্যে আপ্লুত হয়ে পড়েছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী আব্দুল্লা খলীল। তিনি বলেন,''ভারতের এই সাহায্য আসলে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বেরই প্রতিফলন।''
/anm-bengali/media/media_files/2025/03/17/B9jluThZlAQrRVqDO1nZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us