/anm-bengali/media/media_files/2024/12/05/OZ5n47PQGBAWcj0gCSN9.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এরফলেই এবার ভারতের অর্থনীতিতে নামতে পারে এক ব্যাপক ধস। মার্কিন প্রশাসনের এই অনৈতিক শুল্কের প্রভাবে ২০২৫-২০২৬ আর্থিক বছরে ভারতের জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার ০.৪% হ্রাস পেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত শুল্কের ফলে ভারতের রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে বস্ত্র এবং চামড়া শিল্পে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এসমস্ত কিছুর ফলেই ভারতের ফিনান্সিয়াল রিপোর্টিং ফোরামের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, এই অতিরিক্ত শুল্কের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% থেকে ৬.১%-এ নেমে আসতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/GfmDSdyDxvqVnmRDFpmk.jpg)
Trump's additional 25% tariff on Indian goods may now hit India's GDP growth in FY26 by 0.4%: Economists
— ANI Digital (@ani_digital) August 7, 2025
Read @ANI Story | https://t.co/axW65VE3w9#Tariffs#GDP#India#Growth#Trumppic.twitter.com/usRHWYMybJ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us