BREAKING: ১৮ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া 'Exercise Shakti'

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে,ভারত ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়া ‘Exercise Shakti’-র ৮ম সংস্করণ। এই মহড়া দু'দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং যৌথ অভিযানের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। প্রতি দুই বছর অন্তর এই মহড়া অনুষ্ঠিত হয়। এইবার এই মহড়ায় দুই দেশের সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও অন্যান্য ইউনিট অংশ নেবে। এই মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, রণকৌশল, এবং বিভিন্ন পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হবে।

Indian army