সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, ভারত-ফ্রান্সের একটাই দাবি

'আমরা যখন একসাথে থাকি তখন আমরা আরও শক্তিশালী হই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
terrorism

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতীয় পরিষদে ভারত-ফ্রান্স মৈত্রী ঠিক কতটা মজবুত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বদ্ধ পরিকর দুই দেশ। এদিন মৈত্রী গোষ্ঠীর সভাপতি এম. থিয়েরি টেসন এই প্রসঙ্গে বলেন, “আমরা ফ্রান্সেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। এটা একটা ক্যান্সারের মতো এবং আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি মনে করি এই ক্যান্সারের বিরুদ্ধে আমরা যখন একসাথে থাকি তখন আমরা আরও শক্তিশালী হই”।

তিনি আরও বলেন, “আজ প্রতিনিধিদলকে দেখে খুব খুশি হলাম। এই বৈঠকটি আমাদের জন্য খুবই আকর্ষণীয় ছিল, ভারত ফ্রান্সকে কীভাবে দেখে এবং আমাদের একটি খুব শক্তিশালী এবং পুরানো অংশীদারিত্ব রয়েছে। এটি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। আমি সেখানে উপস্থিত থাকতে পেরে খুব খুশি। সবাই পারফেক্ট ছিল”।