ব্রহ্মোসের পর এবার কার পালা? ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে বড় চমক!

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সাফল্য বিশ্বে ছড়িয়ে পড়ছে। ব্রহ্মোসের পর এবার কোন অস্ত্র হয়ে উঠবে নতুন রপ্তানি সুপারস্টার?

author-image
Debapriya Sarkar
New Update
AkashPrimeSAM

নিজস্ব সংবাদদাতা : বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল ব্যবহার গোটা বিশ্বের নজর কেড়েছে। এই সুযোগে বিভিন্ন দেশের রাজধানীতে সাংসদদের প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত। বিশ্লেষক রবিন্দর সচদেব বলেন, "এই প্রতিনিধি দলগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সামগ্রীর ব্রোশিওর ও ক্যাটালগ পাঠানো উচিত। আকাশ সিস্টেম দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ব্রহ্মোস তো আগেই আন্তর্জাতিক বাজারে সুপারস্টার। এবার দরকার আরেকটা সুপারস্টার তৈরির।”

Brahmos