BREAKING: দিল্লিতে অনুষ্ঠিত হল ভারত-চীন সীমান্ত বৈঠক ! দেখুন কি কি বিষয়ে হল আলোচনা

দিল্লিতে অনুষ্ঠিত হল ভারত-চীন বৈঠক।

author-image
Debjit Biswas
New Update
asas

নিজস্ব সংবাদদাতা : আজ ২৩ জুলাই, ২০২৫-এ নয়াদিল্লিতে, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় নিয়ে ৩৪তম WMCC বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে এই দুই দেশই সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর সন্তোষ প্রকাশ করে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ধীরে ধীরে স্বাভাবিকীকরণে একমত হয়। এছাড়াও যেকোনও বিষয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয় দুটি দেশ। আজ পূর্ববর্তী SR বৈঠক ও ৩৩তম WMCC বৈঠকে যে পদক্ষেপগুলি আলোচনা করা হয়েছিল, সেগুলির ওপর ভিত্তি করেই সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করার নানান উপায় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে ভারত চীনের সম্পর্ক আরও উন্নত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Zsxsd