New Update
/anm-bengali/media/media_files/SDd69qEvDDrHSCQEoHlv.jpg)
নিজস্বসংবাদদাতাঃএবারইসরোকেঅভিনন্দন জানালোবিরোধীজোটইন্ডিয়ানন্যাশনালডেভেলপমেন্টইনক্লুসিভঅ্যালায়েন্স (I.N.D.I.A.)। ইসরোর চন্দ্রযান ৩ মিশন এবং আসন্ন সৌর মিশন আদিত্য এল ১ নিয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছে জোট। এই জোটের তরফে এক বিবৃতি জারি করে বলে হয়েছে, 'ইসরোর পরিবারকে বর্তমান এবং অতীতে হওয়া একাধিক মিশন নিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। আমাদের দেশের গর্ব বাড়িয়েছেন আপনারা। চন্দ্রযান ৩ মিশন গোটা বিশ্বকে রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে। আবার আগামীকাল আদিত্য এল ১ উৎক্ষেপণ করা হবে। আমরা আশা করছি ভারতকে আরও শক্তিশালী করতে আপনাদের প্রয়াস অব্যাহত থাকবে।‘
Opposition's Indian National Developmental Inclusive Alliance (INDIA) bloc congratulates ISRO for the success of Chandrayaan-3 mission. pic.twitter.com/cWrj3KAKc1
— ANI (@ANI) September 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us