আরও শক্তিশালী হল ভারত-ভুটান সম্পর্ক ! পুনাৎসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্পের সফল সমাপ্তি নিয়ে উচ্ছসিত দুই দেশ

একসাথে নানান বিষয়ে কাজ করতে আগ্রহী ভারত-ভুটান।

author-image
Debjit Biswas
New Update
vikram misri

নিজস্ব সংবাদদাতা : আজ ভুটানের বিদেশ সচিব আউম পেমা ছোডেন (Aum Pema Choden)-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠক সেরে ফেললেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। বিদেশ মন্ত্রকের (MEA) একটি বিবৃতি অনুযায়ী, আজ দুই দেশের বিদেশ সচিব ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেন এবং সহযোগিতার সমস্ত মূল ক্ষেত্রে অর্জিত সমস্ত অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

vikrammisri

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুটি দেশের বিদেশ সচিব ১,০২০ মেগাওয়াট পুনাৎসাংছু-২ (Punatsangchhu-II) জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি ইউনিট সফলভাবে চালু হওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উচ্ছাস প্রকাশ করেন। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়টিকে ভারত-ভুটান শক্তি অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গি (India-Bhutan Joint Vision on Energy Partnership) বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।