New Update
/anm-bengali/media/media_files/poGzR8fSwLIOkoB7e2Dk.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী হয়েছিল ভারত। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জোহানেসবার্গে প্রথম ম্যাচে অনবদ্য জয় ভারতের। দুই পেসারের দাপট, ব্যাটিংয়ে অনবদ্য অভিষেককারী সাই সুদর্শন ও অভিজ্ঞ শ্রেয়স আইয়ারের। সিরিজের শুরুটা দুর্দান্ত হল ভারতের। বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের পাঁচ উইকেট এবং আবেশের চার উইকেটে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে অলআউট করে ভারত। জয় ছিল সময়ের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ বল বাকি থাকতেই ৮ উইকেটে বিরাট জয় ভারতের।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us