/anm-bengali/media/media_files/m2OTFTTf59g7OF6VH8aM.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় উপস্থিত হয়ে ভারতের প্রশংসা করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছরে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার হয়েছে। সাম্প্রতিক মাস এবং বছরগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এটি নতুন মাত্রা পেয়েছে। দিন দিন আমাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে।"
#WATCH | Kolkata, West Bengal: Bangladesh Minister Muhammad Hasan Mahmud says, "India's G20 presidency is very encouraging for us & is good for the region as well... Since we have long border we always have border issues. But, we have resolved many border issues..." pic.twitter.com/QdH3qLrEaX
— ANI (@ANI) July 27, 2023
তিনি আরও বলেন, 'ভারতের জি-২০ সভাপতিত্ব আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। যেহেতু আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, তাই আমাদের সবসময় সীমান্ত সমস্যা রয়েছে। কিন্তু আমরা অনেক সীমান্ত সমস্যার সমাধান করেছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us