রাজ্যসভা উপসভাপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী বি. সুদর্শন রেড্ডি, প্রশংসায় প্রমোদ তিওয়ারি

কি বললেন প্রমোদ তিওয়ারি?

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-19 10.13.55 PM

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে রাজ্যসভা উপসভাপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি জানান, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সংসদের সেন্ট্রাল হলে ইন্ডিয়া ব্লক ও সমর্থকরা বৈঠক করবেন। প্রমোদ তিওয়ারি বলেন, “তিনি রাজ্যসভা চেয়ারম্যান পদের জন্য অত্যন্ত যোগ্য। তাঁর রায়গুলো দেশের চেতনাকে প্রতিফলিত করেছে। নির্বাচনী প্রক্রিয়াও যোগ্যতা ও ঐতিহাসিক নজিরের ভিত্তিতে হবে, কোনো রাজনৈতিক দলীয় সীমারেখায় নয়।”

তিনি আরও যোগ করেন, “হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, গোয়ায় লোকপাল এবং তেলঙ্গানার অনগ্রসর শ্রেণি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এই যোগ্যতারই প্রমাণ।” রাজনৈতিক মহল মনে করছে, সুদর্শন রেড্ডির অভিজ্ঞতা ও বিচারবোধ রাজ্যসভার কার্যপ্রণালীকে আরও সমৃদ্ধ করতে পারে।