‘কংগ্রেসের জয় মানেই ইন্ডিয়া জোটের জয়’

এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

New Update
india alliance.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের হিসেব ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে গেরুয়া শিবিরের। কেননা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই ৫ রাজ্যের নির্বাচনকে বলা হয়েছিল সেমিফাইনাল। আর ফলাফল বলছে বিজেপি মোটেই ভালো ফল করছে না এই বার।

আর এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। এদিন তিনি বলেন, “কংগ্রেসের ভাল দিন এসেছে, এটি বোঝার জন্য, আমাদের কোনও এক্সিট পোলের প্রয়োজন নেই৷ কংগ্রেসের জয় মানেই ইন্ডিয়া জোটের জয়৷ আমি যা অনুভব করি, কংগ্রেস হল সবচেয়ে বড় দল এবং যদি তারা নির্বাচনে জয়ী হয়, তার মানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া জোট নির্বাচনে জয়ী হচ্ছে”।

 

hiren