সংসদের অন্দরে শক্তি বাড়াচ্ছে ‘ইন্ডিয়া’ জোট?

১৪ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের জন্যে সাসপেন্ড করা হয়েছে।

New Update
india alliancee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এবারের শীতকালীন অধিবেশন বেশ তপ্ত। প্রতিদিনই এই ইস্যুতে সরব হচ্ছেন বিজেপি বিরোধী সাংসদরা। উভয় কক্ষই উত্তাল হচ্ছে বাকবিতণ্ডায়। আর সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই ১৪ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্যে সাসপেন্ড করা হয়েছে। যা একেবারেই মেনে নিতে পারছেন না বিরোধীরা। যা নিয়ে আজ থেকে দফায় দফায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সাংসদরা।

এদিন সেই বিক্ষোভ স্থলেই সেই ১৪ জন বহিষ্কৃত সাংসদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সংসদের মাকারা দ্বারে আজ তাঁদের প্রতিবাদ দেখানোর সময় সোনিয়া গান্ধী তাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানান। এই সাসপেন্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

 

hiren