SIR-এর প্রতিবাদে আজ ইন্ডিয়া জোটের অভিযান, নজরে নির্বাচন কমিশনের কার্যালয়

তারা এই পদযাত্রার অনুমতি দিতে পারবেন না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ SIR এর প্রতিবাদে পথে নামছে ইন্ডিয়া জোট। সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত ইন্ডিয়া জোট মিছিল করবে বলে জানা যাচ্ছে। এদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে পদযাত্রার জন্য এখনও পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি। ফলে তারা এই পদযাত্রার অনুমতি দিতে পারবেন না। অতএব আজ যে দিল্লি জুড়ে উত্তেজনার পারদ চড়ে থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এদিকে, কংগ্রেস সাংসদ একটু আলাদাই দাবি করেছেন এই প্রসঙ্গে। ভারতের নির্বাচন কমিশন সচিবালয় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে চিঠি লিখছে বলে এদিন জানিয়েছেন তিনি। জয়রাম রমেশ দাবি করেছেন, “নির্বাচন কমিশন আজ দুপুর ১২:০০ টায় আলোচনার জন্য সময় মঞ্জুর করেছে”। ফলে পুলিশের বাধা যে এখানে টিকবে না, তা কিছুটা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ।

GyCgKMgWgAAIxd_